শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসহাক এর দাফন সম্পন্ন ঈদ মুবারক চট্টগ্রামে একুশের কণ্ঠ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে কম্বিং অপারেশন শুরু : সেনাপ্রধান শবেকদর সম্পর্কে কোরআন-হাদিসে যা বলা হয়েছে মক্কায় ব্যবসায়ী আলহাজ্ব আবদুল হাকিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আমুচিয়া ইউনিয়নের ইমাম, মোয়াজ্জিনদের মাঝে প্রবাসী এমদাদুল ইসলামের ঈদ উপহার সামগ্রী বিতরণ জেলা প্রশাসকের নিকট বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ’র স্মারকলিপি প্রদান বোয়ালখালীতে জোরপূর্বক জায়গা দখলের পাঁয়তারা অনেকটা অভিমান নিয়েই যেন চলে গেলেন মোহাম্মদ ইউসুফ : ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সস্তান: ড.মোঃ বদিউল আলম

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধার মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড.মোঃ বদিউল আলম

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সাংবাদিক মনজুরুল আলম মনজু:

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মহানগর ও জেলার ২’শ বীর মুক্তিযোদ্ধার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীশ সরকার) ড.মোঃ বদিউল আলম। উপহার সামগ্রীর মধ্যে ছিল-লুঙ্গি, চাউল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও হলুদের গুঁড়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একে এম সরোয়ার কামাল দুলু ও মহানগরীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ ও বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টি সাংবাদিক মনজুরুল আলম মনজু। বক্তব্য রাখেন জেলাপ্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ তৌহিদুল ইসলাম। চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড. মোঃ বদিউল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সস্তান। ১৯৭১সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদেরকে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তাঁরা কোন কিছুর পাওয়ার লোভে যুদ্ধে যায়নি। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নসহ আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বি নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন


Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD