মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলা পিপির উদ্যোগে আজ ২১শে আগস্ট দুপুর ১:০০ ঘটিকায় জেলা জজ মিলনায়তনে জেলা পিপি মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজাহারুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি সর্বজনাব অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, নাসির উদ্দিন, ভবতোষ নাথ, শামসুদ্দিন সিদ্দিকী টিপু, তপন কুমার দাশ, মোহাম্মদ মহসিন, মঈনুল আলম টিপু, সহকারী পিপি টিপু শীল জয় দেব, রাজীব খান, সুব্রত রাজু, সাইফুন নাহার খুশী, জাহিদুল ইসলাম সহ প্রমূখ।
সভাপতির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন – জননেত্রী শেখ হাসিনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সরকারী প্রত্যক্ষ মদদে ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া সরকার খুনীদের রাষ্ট্রীয় ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে পুনর্বাসিত করেছে একই কায়দায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নেত্রীকে খুন করার ষড়যন্ত্র হয়েছিল। আজ আমাদের শপথ নিতে হবে সকল ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে।
আপনার মন্তব্য লিখুন