মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন
সমর প্রতিবেদক: আগামী ১৯ নভেম্বর বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের আলহাজ্ব সুলতান আহাম্মদ মিলনায়তনে (২য় তলা) বৃটিশ বিরোধী সংগ্রামের অগ্রনায়ক শহিদ হাবিলদার রজব আলী খাঁ স্মরণে এক সেমিনার অনুষ্ঠিত হবে। স্বাধীন সাংস্কৃতিক একাডেমি ও ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র, চট্টগ্রাম’র যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহআলম নিপু’র সভাপতিত্বে মূলপ্রবন্ধ পাঠ করবেন মানবাধিকার ও সুশাসন কর্মী এডভোকেট জিয়া হাবীব আহসান। সেমিনারে বরেণ্য শিক্ষাবিদ, লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণিজনরা উপস্থিত থাকবেন। সেমিনারকে অংশগ্রহণ করে সাফল্যম-িত করার জন্য আয়োজক কমিটির পক্ষে গল্পকার, কবি সাহাব উদ্দীন হাসান বাবু এবং প্রাবন্ধিক মিনহাজুল ইসলাম মাসুম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন