মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আজ ১৮ রমজান, ১০ এপ্রিল ২০২৩ হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম অঞ্চল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে অনুষ্ঠিত হয়। হাব চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম। এতে হাবের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, আটাব ও হাবের চট্টগ্রাম অঞ্চলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান শরীয়তুল্লাহ শহীদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুবিনুল হক, হাব চট্টগ্রামের সাবেক সেক্রেটারি মোর্শেদুল আলম চৌধুরীসহ হাবের কেন্দ্রীয় ও আঞ্চলিক পরিষদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হাব চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও তকরির করেন হাব সদস্য আলহাজ্ব মাওলানা আবদুন নবী আল কাদেরী।
হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিমের বক্তব্য চলাকালে ইফতারের সময় হয়ে যাওয়ায় তিনি দ্রুত বক্তব্য শেষ করে দেন। সভাপতি সাহেব মাগরিব শেষ করে জিনিয়া হল থেকে নিচে ডালিয়া হলে নামলেন ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, সদস্যদের সাথে কুশল বিনিময়, বিদায় নেওয়ার জন্য। কিন্তু সব সদস্যরা খাবার টেবিল ছেড়ে স্টেজের সামনে গ্যালারিতে অপেক্ষমান রয়েছেন তসলিম ভাইয়ের অসমাপ্ত বক্তব্য শোনার জন্য। এ বিরল ঘটনার নজির হিসেবে চট্টগ্রামের পেনিনসুলা হোটেল ও হাব সদস্যরা সাক্ষী রইলেন। হাব সভাপতি একটানা ২১ মিনিট বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে হজ ২০২৩ এর ব্যবস্হাপনা সম্পর্কে উপস্থিত হাব সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাব সভাপতি এবং অনুষ্ঠানে আসন্ন হজের বিমান ভাড়া কমানোর জন্য সরকারের কাছে জোর দাবী জানানো হয়।
আপনার মন্তব্য লিখুন