সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৩৬তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে আয়োজিত দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর।
এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. নুরুল আলম, সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মো. মহসীন, সাবেক গ্রুপ সম্পাদক সহকারী অধ্যাপক সিরাজুল আরেফিন চৌধুরী, সাবেক আরএসএল জয়নাল আবেদীন মামুন।
অনুষ্ঠানে ২৬জন রোভার ও গার্ল ইন রোভার সহচরকে দীক্ষা প্রদান করেন আরএসএল সুব্রত চৌধুরী ও মোছা. মাকসুদা ইয়াসমিন। দীক্ষা প্রদান শেষে বিদায়ী এসআরএম নয়ন দাশ ও পপি আকতারকে সম্মাননা স্মারক দেওয়া হয় এবং নবাগত এসআরএম মো. সাজ্জাদ হোসেন ইমন ও হ্নদিতা শীলকে দায়িত্ব অপর্ণ করা হয়।
এর আগের দিন (রবিবার) অনুষ্ঠিত তাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন, সাবেক গ্রুপ সম্পাদক ও রোভার অঞ্চলের উপকমিশনার মো. কামাল উদ্দিন এলটি ।
এতে আরএসএল সুব্রত চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তণ সিনিয়র রোভার মেট মোহাম্মদ হোসাইন মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন আরএসএল সহকারী অধ্যাপক এমরানুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. লায়েছ মিয়া, প্রাক্তন এসআরএম সালাহ উদ্দিন গবি, মো. মুজাহিদুল ইসলাম, প্রণয় বড়ুয়া, বোরহান উদ্দিন বাবলু, মো. জাহাঙ্গীর আলম, দিগন্ত নাগ, রনি বিশ্বাস, রুবি আকতার, ইমরান হোসাইন, তাহেরুল ইসলাম, কলেজ ছাত্র প্রতিনিধি আরাফাত হোসেন তারেক, মাহিম উদ্দিন, শিমুল সর্দার। এ সময় উপস্থিত ছিলেন, আবু নাহিয়ান, আরমান, এরশাদ, সাগর আলী, আবু কাইয়ুম, আলী রেজা খান, জালাল উদ্দিন, মেহেদী হাসান মুন্না, পাভেল মহাজন, আবু নাঈম, এসএম রুহুল কাদের, সামিউল ইসলাম ফাহিম, সাজ্জাদ, শৌরভ, লালন, ঈশিতা, শাহীন, সামশেদ, আবিদা, ইসরাত, পুষ্পিতা শামীম, রাকিব, স্বাগত, হাসান, জিসান, আদিত্য, তিশা, আনিছা, জোছনা, জেসমিন, তাসপিয়া, রেনু।
৩৬ তম দীক্ষা অনুষ্ঠানে সেরা রোভার অর্ক চৌধুরী ও সেরা গার্ল ইন রোভার তুলি বিশ্বাস নির্বাচিত হয়।
আপনার মন্তব্য লিখুন