মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
সৈয়দ শাহাব উদ্দিন শামীম:
আগামী ২৫ জুলাই থেকে ঘরোয়া ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মত নারী দাবা লিগ শুরু হবার কথা ছিল।
কিন্তু দেশব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাবার কারণে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য প্রথম নারী দাবা লিগ-২০২১ স্থগিত করা হয়েছে।
উলেখ্য এই লিগে অংশগ্রহণের জন্য প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের ১০টি ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এমন কী ক্লাবগুলো দল গঠনের প্রক্রিয়ায়ও ছিল।
তবে করোনার প্রকোপে নারী দাবা লিগ স্থগিত হলেও ক্লাবগুলোর প্রস্তুতি ও দল গঠন অব্যাহত থাকছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম
দৈনিক সমরকে জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে স্থগিত হয়ে যাওয়া নারী দাবা লিগের নতুন তারিখ ঘোষণা করা হবে।
আপনার মন্তব্য লিখুন