শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন
আতিউর রহমান : সাম্প্রতিক সময়ে সুখী জীবন প্রকল্প, ইপসার আয়োজনে, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউএসএইড এর অর্থায়নে সিটি কর্পোরেশন নগর স্বাস্থ্য কেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ডা. শবনম মুশতারী, সিনিয়র মেডিকেল অফিসার, ডা. আকিল, জোনাল মেডিকেল অফিসার, নগর স্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং সুখী জীবন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সবুজ চাকমা, প্রজেক্ট অফিসার মাহিনুর আক্তার, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মুজদালিফা আনজুম, ফিল্ড ফ্যাসিলিটেটর সায়েদা খালেদ এবং ৭ নাম্বার ওয়ার্ডের স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম ম্যানেজার সবুজ চাকমার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা সভায় ডা. শবনম মুশতারী, ডা. আকিল, সানজিদা আক্তার, প্রজেক্ট কো-অর্ডিনেটর ইপসা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের সাথে খাপ-খাওয়াতে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম যুগোপযোগী। এই সময় থেকেই তারা সঠিক শিক্ষা ও তথ্য লাভ করলে নিজেদের পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে সহায়ক হবে। সঠিক শিক্ষার পাশাপাশি সঠিক তথ্য লাভে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারনে সহায়ক ভ‚মিকা রাখতে সক্ষম হবে। এছাড়াও শরীর ভালো রাখার জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করা হয়।
আপনার মন্তব্য লিখুন