শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ২৮ ডিসেম্বর ২০২১ইং দুপুরে সিজেকেএস কনফারেন্স রুমে সিজেকেএস অন্তর্ভূক্ত ১৫টি উপজেলা ক্রীড়া সংস্থাকে সিজেকেএস তহবিল হতে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সাধারণ সম্পাদকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস সহ-সভাপতি এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো: হাফিজুর রহমান, , যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো: হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, মনোরঞ্জন দে, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি রানা, মোহাম্মদ জাফর, কামরুল আহসান হাবীব, মো: আলাউদ্দিন বেদন, আলহাজ্ব এম.এ. কাসেম, মোঃ জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, কুতুব উদ্দিন চৌধুরী, এস কে শামসুল আলম, এস.এম. আলমগীর চৌধুরী, মোহাম্মদ জাফর ইকবাল, মো: সেলিম হক, মো: মোস্তফা বদিউল খায়ের চৌধুরী লিটন প্রমুখ। উল্লেখ্য, প্রতিটি উপজেলাকে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য লিখুন