মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আউটার স্টেডিয়ামকে নতুন রূপে সাজানোর কাজ শুরু বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দায়ীদের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধ : ব্লিঙ্কেন নির্বাচন ছাড়াই বর্তমান সংসদের মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের চট্টগ্রাম-৮ উপনির্বাচন: বেসরকারিভাবে নির্বাচিত হলেন নোমান স্বপ্নের কালুরঘাট সেতুর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো : নোমান আল মাহমুদ বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সস্তান: ড.মোঃ বদিউল আলম চট্টগ্রামে ৭ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং : বেড়েছে মানুষের কষ্ট বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ কালুরঘাট সেতুটি আরেক দফা সংস্কার যাচ্ছে: খরচ হবে ৫৫ কোটি টাকা থেমে গেলো আরেকটি বিবেকি কণ্ঠ

সরকারি কাজে বাধা কোনোভাবেই কাম্য নয় : সার্জেন্ট মাহমুদুল ইসলাম

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

কামরুল ইসলাম:
লোহাগাড়ায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সার্জেন্টের উপর হামলা চালায় ট্রাকচালক ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
উপজেলা সদরের বটতলী দরবেশহাট রোডে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মঙ্গলবার (২২ জুন) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় সার্জেন্ট মাহমুদুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগাড়া সদর সওদাগর পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. আরিফ (২৮), বড়গুনা উত্তর তক্তাবুনিয়া ৪নং ওয়ার্ড হলদিয়া এলাকার সৈয়দ জাকির হোসেনের ছেলে ট্রাকচালক সৈয়দ মাজহারুল ইসলাম (২৬) এবং লোহাগাড়ার আধুনগর কাজিরপাড়া এলকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সরওয়ার কামাল রনি ।
এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মাহমুদুল ইসলাম। বেলা ১২টার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ সড়কের দরবেশ হাট-আমিরাবাদ রোডে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৭৮৮৪) প্রতিবন্ধকতা সৃষ্টি করলে যানজটের মাধ্যমে জনদুর্ভোগ তৈরি হয়।
সেই যানজট নিরসনে ট্রাকটি সরাতে বললে গ্রেপ্তারকৃত আরিফ গাড়ি থেকে নেমে ধাক্কা দিয়ে পুলিশ সার্জেন্টের উপর হামলা চালায়। পুলিশ সার্জেন্ট বিষয়টি থানার অফিসার ইনচার্জকে জানালে এসআই সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এতে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে উঠে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে ট্রাকসহ আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
লোহাগাড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদুল ইসলাম বলেন, ‘জনদুর্ভোগ লাগবে সৃষ্ট যানজন নিরসন করতে গেলে আমার উপর চওড়া হয়ে হামলা করেন গ্রেপ্তারকৃতরা। পরে থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। সরকারি কাজে বাধা দিয়ে হামলা করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন


Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD