বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন
সুজিত কুমার দাশ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বিকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, দেশের প্রতিটি সেক্টরে এবং অর্থনীতির প্রতিটি মানদন্ডে আজকে বাংলাদেশের যে অগ্রগতি তা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুনির্দিষ্ট পথনকশা অনুসরণ করার ফলে সম্ভব হয়েছে। ১৯৮১ সালের ১৭ মে যদি প্রধানমন্ত্রী দেশে না ফিরতেন, তাহলে বাংলার দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়তো। দেশ ও জনগণের জন্য উন্নয়ন করার সংকল্প নিয়েই তিনি দেশে ফিরেছিলেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অসীম সাহস, দৃঢ় মনোবল ও অভীষ্ট লক্ষ্যে অবিচল থেকে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এসবই সম্ভব হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা আর কূটনৈতিক দক্ষতার কারণে। তিনি দীর্ঘ জীবনের সুস্থতা নিয়ে আমাদের মাঝে সজীব থাকবেন এই প্রত্যাশা আমাদের। বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের সুযোগ্য উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ এগিয়ে চলছে অভীষ্ঠ লক্ষ্যে।
উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, নজরুল ইসলাম শিকদার, আব্দুল মন্নান, চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দীন, আবু সালেহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিবৃন্দ নাসিমুল করিম শিকদার,জিয়াউর রহমান, মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, মোরশেদ আলম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, সাধারণ সম্পাদক এ কে এম আসাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রিদোয়ান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, নবাব মিয়া রকিব প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।
আপনার মন্তব্য লিখুন