মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও ফোর এইচ গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় শেখ কামাল জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপস-২০২৩, অনুর্ধ্ব-৮,১০,১২,১৬ ও ১৮ বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম প্রধান অতিথি হিসেবে উপস্তি থেকে এ দাবা ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সভাপতি জনাব রাহাত হোসেন ও মীর চেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশন এর সাবেক কোষাধক্ষ্য জনাব মাীর আহমেদ হোসেন। ঢাকা শহর ও ৩৫ টি জেলা হতে আগত মোট ২৪৪ জন বালক ও বালিকা এ ইভেন্টে অংশ নিচ্ছেন। অনুর্ধ্ব-১৮ ওপেন, অনুর্ধ্ব-১৬ ওপেন, অনুর্ধ্ব-১৪ ওপেন, অনুর্ধ্ব-১২ ওপেন, অনুর্ধ্ব-৮ ও ১০ ওপেন, অনুর্ধ্ব-১৮ ও ১৬ বালিকা, অনুর্ধ্ব- ১৪ বালিকা, অনুর্ধ্ব- ১২ বালিকা এবং অনুর্ধ্ব- ৮ ও ১০ বালিকা গ্রুপের খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন