সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৭জুন ২০২২ ইং শুক্রবার বাদ জুমা ইত্তেহহদুল ওলামা ঈদগা কাচা রাস্তা চট্টগ্রামের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় । সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদ সভায় বক্তৃতা প্রদান করেছেন, দেশবরেণ্য আলেমেদ্বীন ঈদগা কাচা রাস্তা জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব, বায়তুল জান্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মৌলানা ফরিদুল আলম শাহ নগরী , বড় পুকুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা আবদুল আজিজ, ওয়াপদা জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মৌলানা ইব্রাহিম,বউ বাজারস্ত কেতুরা জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মৌলানা জামাল উদ্দিন ফারুকী , হাজারদীঘি জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মৌলানা জামাল উদ্দিন ও কড়াই জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মৌলানা জামাল উদ্দিন ।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, ‘ভারতের শাসকদলে বিজেপি’র দুই মুখপাত্র মহানবী (সা.)-কে হেয় করে যে বক্তব্য দিয়েছে তা বিশ্ব মুসলিমের হৃদয়ে আঘাত হেনেছে। তাঁরা বলেন, মহানবী (সা.)-কে অবমাননার জন্য ভারতকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে। ভারতের মুসলমানদের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাঁরা আরো বলেন, হাদীসের ভাষ্যনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে পিতা-মাতা, সন্তান-সন্ততিসহ দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসতে না পারলে প্রকৃত ঈমানদার হওয়া যায় না। তাই তাঁর ইজ্জতে কোন প্রকার আঘাত আসলে কিংবা তাঁকে ব্যঙ্গ করা হলে কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে না।
বিশাল প্রতিবাদ সমাবেশটি ঈদগা কাচা রাস্তা থেকে শুরু হয়ে দেওয়ান হাট শেষ হয় ।
আপনার মন্তব্য লিখুন