মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:১৩ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল :
চট্টগ্রাম বোয়ালখালীতে পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ এর শোকসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ জুলাই) বিকেল ৩টায় বোয়ালখালী উপজেলাধীন আরকান রোড সংলগ্ন আদর কমিউনিটি সেন্টার এর মাঠে বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সফিউল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম জাকারিয়ার সঞ্চালনায় এ শোকসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ – সভাপতি এস এম আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম (রাজা মিয়া), ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী,বোয়ালখালী পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,
চট্টগ্রাম দক্ষিন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনা, শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, মোছলেম উদ্দীন আহমদ বিশেষ করে ৭৫ এর পরে আওয়ামী লীগের যে দুঃসময় ছিলো সে দুঃসময়ে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে কাটিয়েছেন। তিনি এমন নেতা ছিলেন গনমানুষের জন্য ও দলের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। তিনি জীবনে অনেক ত্যাগ শিকার করেছেন। তার রাজনৈতিক জীবন থেকে অনেক কিছুই শেখার আছে।
তিনি আরো বলেন, তার জীবনের শেষ পর্যায়ে এসে মোছলেম উদ্দীন আহমদ এমপি হলেও তিনি এমপি হওয়ার যে তৃপ্তি সেটি উপভোগ করতে পারেননি। কারণ তিনি এমপি হওয়ার পর শুরু হলো মহামারী করোণা, এ করোণার কারণে তিনি দু’বছর কোনো কাজই করতে পারেননি এবং এ করোণা থেকে উঠতে না উঠতেই ১ বছর গেলো তার অসুস্তার মধ্যদিয়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তিনি আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। তিনি অল্প সময়ের মধ্যে বোয়ালখালীর জন্য যা করে গেছেন আমি মনে করি তা অনেক পাওনা।
তবে আমি কথা দিচ্ছি, বোয়ালখালী বাসির যেকোনো সমস্যা সমাধানের জন্য আমি ভূমি মন্ত্রীকে কাছে পাবেন।
শোকসভায় উপস্থিত ছিলেন
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ – সভাপতি রেজাউল করিম বাবুল, মোঃ মোকারম, জসিম উদ্দিন, শফিউল আজম শেপু, আবছার উদ্দিন সেলিম, বেলাল উদ্দিন, মোঃ সেলিম, মোহাম্মদ ইলিয়াস জাফর,
আবসার হিরা, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিম আরা বেগম, সাধারণ সম্পাদিকা রেবেকা সুলতানা মনি, কাজী শারমিন সুমি, যুবলীগ নেতা হাজী আবদুল মান্নান রানা, সায়েম কবির, ছাত্রলীগ নেতা এস.এম বোরহান উদ্দিন, মো আবু তাহের, ইকরামুল হক মুন্না, মাহাবুব আলম রাসেল সহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন