মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামস্থ হালিশহর থানার অন্তর্গত ২৫ নং রামপুর ওয়ার্ডের মুলকুতুর রহমান সড়কে বসবাসরত সকল অধিবাসীদের কল্যাণার্থে মুলকুতুর রহমান সড়ক মহল্লা উন্নয়ন পরিষদ নামে একটি কমিটি গত ১/৭/২২ ইংরেজী গঠিত হয় । স্থান : হাফেজ মেম্বারের বাড়ী, ঈদগাহ পূর্বরামপুর, ডাকঘর- রামপুর-৪২২৪, থানা- হালিশহর, চট্টগ্রাম।
কার্যনির্বাহী পরিষদের কমিঠি নিম্নরুপ : সভাপতি সাঈদ হোসেন, সহ সভাপতি বেলাল উদ্দিন মনু, সহ সভাপতি মো: সেলিম.সহ সভাপতি মো: ইব্রাহিম আলী দুলু, সহ সভাপতি মো: আবু জহির, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: জিয়াউর রহমান জনি, যুগ্ম সম্পাদক মো: মুনছুর আলী, অর্থ সম্পাদক মো: জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: বেলাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক মো: মোরশেদুর রহমান রাশেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরশেদুল আলম আসলাম , দপ্তর সম্পাদক মো: রোমান চৌধুরী, প্রচার সম্পাদক শওকত আলী মুন্না, সহ প্রচার সম্পাদক মো: রবিউল হোসেন সানি, ধর্ম বিষয়ক সম্পাদক মো: জামাল , আদায়কারী ইমতিয়াজ আলী রিফাত, আদায়কারী সোহান, আদায়কারী এস এইচ তানজিরুল আলীম ।
উপদেষ্ঠা পরিষদের নামের তালিকা : উপদেষ্ঠা চেয়ারম্যান মো: মাহাবুব আলম , সদস্যরা হলেন, মো: শফি,মো: কোরবান আলী ,মো: ওসমান মো: বেলাল হোসেন, আবদুল নাছের, আবুল কালাম, মো: নাদিম হোসেন, মো: সুলতান,ও মনির আহম্মদ ।
আপনার মন্তব্য লিখুন