শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭

বোয়ালখালী – বহদ্দারহাট টেম্পো চলাচল শুরু

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি:
মোছলেম উদ্দিন আহমদ এমপির সহযোগিতায়
বোয়ালখালী-বহদ্দারহাট টেম্পো চলাচল করছে

স্থানীয় সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের ঐকান্তিক প্রচেষ্ঠায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া হতে নগরীর বহদ্দারহাট পর্যন্ত অটো টেম্পো চলাচল আবারও শুরু হয়েছে। দীর্ঘদিন বিভিন্ন কারণে এ লাইনটি বন্ধ ছিলো। লাইনটি চালু করতে চট্টগ্রাম জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন বোয়ালখালী আঞ্চলিক শাখা ও মালিক সমিতির নেতৃবৃন্দ স্থানীয় সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের দ্বারস্থ হলে তিনি নগর প্রশাসন সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া হতে নগরীর বহদ্দারহাট পর্যন্ত টেম্পো চলাচলের ব্যবস্থা করে দেন। দীর্ঘদিন টেম্পো চলাচলে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করলেও সাংসদ মোছলেম উদ্দিন আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় উক্ত লাইনে টেম্পো চলাচল শুরু হয়েছে। ফলে বোয়ালখালীবাসীর পরিবহন ভোগান্তি অনেক কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই সড়কে চলাচলরত যাত্রীসাধারণ। এজন্য স্থানীয় সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদকে সাধুবাদ জানিয়েছেন অটো টেম্পো মালিক, চালক সমিতি ও যাত্রীসাধারণ।

সমিতির সুত্রে জানা যায়, নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সিএনজি অটো টেম্পোর লাইনটি সুষ্ঠুভাবে চলাচল এবং যানজট নিরসনের জন সমিতির পক্ষ থেকে দৈনিক পাচঁশত টাকা করে মজুরি দিয়ে মোহাম্মদ ইকবাল ও মোঃ নুরুল আজিমকে লাইনম্যান হিসাবে দায়িত্বে দেওয়া হয়। কিন্তু তারা চালক-হেলপারদের কাছ থেকে প্রতি সিনজি অটো টেম্পো হতে প্রতিবার পারাপারে ২০ টাকা করে চাঁদা নেওয়া শুরু করে দেয়। মালিক, চালক-হেলপারেরা এ বিষয়ে সংগঠনে লিখিত অভিযোগ দিলে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগের ভিত্তিতে দুই লাইনম্যানকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় ওই লাইনম্যানেরা সংগঠন এবং সংগঠনের নেতৃবৃন্দের নামে অপপ্রচার রটাতে থাকে। যাহা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানান সমিতির নেতৃবৃন্দ।

চট্টগ্রাম জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজি: নং: ১৭০৬), বোয়ালখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, আমাদের সমিতির অধীনে সিএনজি অটো টেম্পো কানুনগোপাড়া হতে বহদ্দারহাট পর্যন্ত সুষ্ঠুভাবে চলাচলের ব্যবস্থা করে দেওয়ায় সাংসদ মোছলেম উদ্দিন আহমদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সমিতি থেকে অনেকে সুবিধা নিতে না পেরে নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্রনিন্দা জানায়।

কানুনগোপাড়া হতে নগরীর বহদ্দারহাট পর্যন্ত সিএনজির টেম্পো লাইনটি চালু রাখতে সকলের সহযোগিতা কামনা এবং সিএনজি অটো টেম্পো সমিতির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি এবং অনৈতিক কাজ করলে তাকে প্রতিহত করারও অনুরোধ জানান তিনি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন


Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD