মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল : বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতা-২০২২ (জোন-২) এ সর্বোচ্চ ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ এবং ১২ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। খেলা শেষে গত ২১ সেপ্টেম্বর ২০২২ইং সন্ধ্যা ৭ টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো: আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর সভাপতি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদ। সিজেকেএস নির্বাহী সদস্য ও চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান মহসিন জামান পাপ্পু, সম্পাদক তনিমা পারভীন, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সৈয়দ আব্দুল আহাদ, আবদুল মালেক, এস এম তারেক, সদস্য কামরুল ইসলাম, শারফিন কবির লিসা, জেসমিন আক্তার জেসি প্রমুখ। জোন-১ ও জোন-২ এর প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক এস এম তারেক এবং সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় মহিলা দাবাড়ু, ফিদে মাষ্টার ও সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন। এছাড়াও উক্ত প্রতিযোগিতায় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ-বি ৩য় স্থান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল-এ ৪র্থ স্থান, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ-এ ৫ম স্থান, মির্জা আহমেদ ইস্পাহানী হাই স্কুল-এ ৬ষ্ঠ স্থান, রেডিয়েন্ট স্কুল এন্ড কলেজ ৭ম স্থান এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ৮ম স্থান অর্জন করেছে। উল্লেখ্য, জোন-১ থেকে ৮টি স্কুল এবং জোন-২ থেকে ৮টি স্কুল নিয়ে পরবর্তীতে Home to Away এর খেলা অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য লিখুন