সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর জন্মদিনে দৈনিক সমর পত্রিকার শুভেচ্ছা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই: জেলা পিপি “শেখ হাসিনা দেশের গণমানুষের আশা-জাগানিয়া বাতিঘর ও অভিভাবক”-এম এ মোতালেব সিআইপি দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা : বিলুপ্ত সংগঠনটি ছিল ব্যবসায়ী সংগঠন শুভ জন্মদিন : শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চার লেনে আদৌ উন্নীত হবে কি? বিশ্বতানে উপদেষ্টা বরণ ও ঘরোয়া বৈঠকীতে গজল সন্ধ্যা আগামী নির্বাচনে দলকে জয়ী করতে দক্ষিণ জেলা আ’লীগ প্রস্তুত রয়েছে আধুনিক বোয়ালখালী গড়ার সম্মিলিত প্রয়াসে বোয়ালখালী ফোরাম চট্টগ্রাম (আংশিক) কমিটি গঠন ইন্টার ইউনিভার্সিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধার সন্তুানদের খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে আমার কিছু কথা বলার আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনিও কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান । আপনার পিতা শুধু বীর মুক্তিযোদ্ধা নয় তিনি একজন দেশপ্রেমিক’ হিতবান সৎ সাহসী সহৃদয়বান তিনি ছিলেন  । একজন সত্যিকারের প্রতিবাদী। তারপরও আবেগে সত্য কিছু কথা না বললে নয়।সবাই ৩৬০ জন আউলিয়ার বাংলাদেশ বলে। আমি বলি ৩৬১জন আউলিয়ার বাংলাদেশ। কারণ বঙ্গবন্ধু আউলিয়াদের অংশ থেকে কম না। আমি মনে করি ৩৬১ জন আউলিয়া যা করেছেন তার চেয়ে অধিক করেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জিনিসটা কেউ অস্বীকার করতে পারবেন না । আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের জন্য যা করেছেন জীবন বাজি রেখে পৃথিবীর এমন কোন মানুষ পারবে কিনা সেটা আমি জানিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিহাস যখন বাবার মুখে শুনি, মায়ের  মুখে শুনি এবং ইতিহাসের পাতায় দেখি নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারি না। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করি শেখ মুজিবের আদর্শকে আমরা ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রী আজ দুঃখের সাথে বলতে হয়েছে আমরা মুক্তিযুদ্ধার সন্তানরা যারা আছি তারা আমাদের দাবি ৩০ পারসেন্ট চাকরি কোঠার জন্য গিয়েছিলাম তাই যদি আমাদের অপরাধ হতো তাহলে আপনি আমাদেরকে ডেকে বলতে পারতেন যে তোমাদের এ দাবি আমি মানতে পারব না ।তাহলে আমরা শূন্য হাতে ঘরে ফিরে আসতাম। কিন্তু আজ যখন আমাদের উপরে এইভাবে জামাত-শিবির আলবদরের রাজাকারের বাচ্চারা এইভাবে নির্যাতন করেছে । মেনে নিতে পারছি না । মাননীয় প্রধানমন্ত্রী  তেইশে ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটেছে ঠিক তেমনি শেখ মুজিবকে ঘুমের ঘরে নির্মমভাবে হত্যা করেছে। আজকে শুধু শেখ মুজিবকে হত্যা করে নি। এই বাংলাদেশের মানুষ কে তারা হত্যা করেছে। আজ আমাদের গায়ে হাত দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি চিন্তা করেন আপনার কোথায় গিয়ে লাগছে  । আমাদের মুক্তিযোদ্ধার সন্তানদেরকে যারা আঘাত করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক ।   আরো একটি কথা মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেভাবে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কে যাচাই বাছাই করেছেন। ঠিক তেমনি করে পুলিশের মধ্যে যারা জামাত শিবির আছে। বিএনপি আছে। তাদেরকে বাছাই করা হোক তাহলে হয়ত আমরা একটু স্বস্তি পাব।

লেখকঃ শামসুন নাহার।তৎকালীন পাঞ্জাবি কেম্প লুট কারি। পিতা: বীর মুক্তিযোদ্ধা দুলা মিয়া বেপারী।  রঘুরাম পুর ডাকঘরঃ যাদব পুর থানা ঃ শাহরাস্তি জেলা ঃ চাঁদপুর

আপনার মন্তব্য লিখুন


Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD