শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭

মাধ্যমিক স্কুলে ভর্তি লটারীর মাধ্যমে: শিক্ষামন্ত্রী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ঢাকা প্রতিনিধি : এবার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ক্লাসে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভতির্র খবরটি আগেই প্রকাশ করেছিল কয়েকটি গণমাধ্যম। এবার সেটিই নিশ্চিত করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৫ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে নিয়মসহ বিস্তারিত জানানো হবে।’
ডা. দীপু মনি বলেন, ‘এবার স্কুলের আশপাশের এলাকার ৫০ শতাংশ শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এতদিন আশপাশের এলাকার ৪০ শতাংশ শিক্ষার্থীকে ভর্তি করা হতো। অভিভাবকদের কষ্ট কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এবার ঢাকা মহানগরের সরকারি মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের বিদ্যালয় পছন্দের সংখ্যাও বাড়ানো হয়েছে। এতদিন একেকটি গুচ্ছের মধ্যে একটি পছন্দ করতে পারতো শিক্ষার্থীরা। এখন একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয় পছন্দ দিতে পারবে তারা।’
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র সারাবাংলাকে বলেছিল, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণেই মূলত প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে কিছুটা বদল আনা হচ্ছে। এর আগে প্রথম শ্রেণিতে লটারি চালু থাকলেও ভর্তি পরীক্ষা নেওয়া হতো দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। তবে এবার কেবল প্রথম শ্রেণিই নয়, অষ্টম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।’
ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ভর্তি ফরম বিক্রি ও জমা দিতে হবে অনলাইনে। সেখান থেকে তথ্য নিয়ে প্রথমে যাচাই-বাছাই করা হবে। এরপর কয়েকটি ধাপে হবে ভতির্র জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভতির্র জন্য লটারিতে যাদের নাম উঠবে সেই তালিকা বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর এই পুরো প্রক্রিয়াটিতে বিদ্যালয়েরর শিক্ষক-কর্মকর্তা ছাড়া কোনো জনসমাগম করা যাবে না।
উলে­খ্য, সারাদেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তবে লটারি পদ্ধতিতে কোনো সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে না। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্যই কেবল এই নিয়মটি প্রযোজ্য হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন


Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD