মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৩২ অপরাহ্ন
সুজিত কুমার দাশ:
জনৈক আজিজুর রহমান,পিতাঃ গেদু মিয়া, সাং- ফিরিঙ্গী কান্দা, থানা-সাভার, জেলা – ঢাকা, হাজতি নং – ১৭৩৮১/২৩ এর বিরিদ্ধে অন্তর্বতীকালীন পরোয়ানায় লিপিকৃত স্মারক নং- ৯০৮২, তারিখ ২৮/০৮/২০২৩ইং মূলে বিগত ০৪/০৯/২০২৩ইং তারিখ ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে চট্টগ্রাম কারাগারে আনা হয়। আসামি পক্ষের বিজ্ঞ কৌশুলী ফৌজদারী মিছ মামলা নং- ৩৬৩১/২০২৩ মূলে উক্ত ওয়ারেন্ট ভূয়া দাবী করে। তৎপ্রেক্ষিতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক ডঃ আজিজ আহমেদ ভূঁঞা প্রশাসনিক কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিলের আদেশ দেন। প্রতিবেদনে দাখিলকৃত ওয়ারেন্টের কোন অস্তিত্ব পাওয়া যায় নাই মর্মে উলেখ করেন এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর স্বাক্ষর জাল মর্মে উল্লেখ করেন।
অদ্য মামলাটি শুনানির জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত প্রতিবেদনের আলোকে ওয়ারেন্টি ভূয়া বিধায় শুনানি আন্তে আসামির জামিন মঞ্জুর করেন। এবং রাষ্ট্র পক্ষের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী শুনানিকালে যারা এই জালিয়াতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডি চট্টগ্রাম কে আদেশ দেওয়া হোক এবং ভূয়া ওয়ারেন্ট সৃষ্টিকারী চক্রের সদস্যদের সনাক্ত করে জাল ওয়ারেন্টি জব্দ করে ঘটনায় জড়িতদের গ্রেফতারের আবেদন করিলে বিজ্ঞ আদালত তাঁর আদেশে আসামিকে জামিনে মুক্তি দেন তদন্তকালে ভূয়া ওয়ারেন্ট সহ ভূয়া ওয়ারেন্ট সৃষ্টির আলামত জব্দ এবং তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনে আসামিদের গ্রেফতার করার নির্দেশনা দেওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন