মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৫২ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল:
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার প্রাচীণ ও গণসংগঠন। আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মহান মক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ। বৃহত্তর জনগোষ্ঠীকে আওয়ামী লীগের পতাকা তলে আনার জন্য কাজ করুন। ক্ষমতার দাম্বিকতা নয়, নির্লোভ হয়ে, জনগনের মন জয় করার মাধ্যমে শেখ হাসিনা সরকারের সাফল্য সমূহ জনগনের মাঝে পৌছে দিন। আওয়ামী লীগ সরকারের আমলে নানামুখী উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে সাধারণ মানুষকে জানাতে হবে। শেখ হাসিনা সরকার দেশ ও জনদরদী সরকার, দেশের সাধারণ মানুষের কল্যাণে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। তিনি সাধারণ মানুষের হৃদয়ে আওয়ামী লীগের ঠিকানা গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের আহবান জানান।
তিনি আরো বলেন, তৃণমূলে যত নেতা-কর্মী আছেন যাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মনে প্রাণে বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যারা নিজেকে নিবেদিত করেন এবং বঙ্গবন্ধুকে ভালবাসেন তাদের জন্যই এই অফিস। বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের আমলেই দেশে উন্নয়ন হয় এবং হচ্ছে। দেশের জনগণ সেই উন্নয়নের সুফল ভোগ করছে। ২৩ জুন (বুধবার) দুপুরে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বোয়ালখালী উপজেলা সদরস্থ আওয়ামী লীগ কার্যালয়ে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, এম এ ঈসা, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান মো: মোকারম, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শফিউল আজম শেফু, আওয়ামী লীগ নেতা জাকের হোসেন, আবদুর রউফ, নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের, শেখ শহিদুল আলম, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন প্রমুখ।
সভার পূর্বে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মোনাজাত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও অন্যান্য অতিথিবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন