মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন
এম এ মন্নান : গত ১৯ মে বৃহস্পতিবার দুপুরে কধুরখীল মাওয়া বাগান বাড়িতে ইস্টার্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। আমরিন এন্ড ব্রাদার্স এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনছুর আলম পাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম,প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী পৌর মেয়র আলহাজ্ব জহুরুল ইসলাম জহুর, বিশেষ অতিথি ছিলেন ইবিএল ব্রাঞ্চ এরিয়া হেড মেসবাহ উদ্দিন আহমেদ,হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ জাহেদ চৌধুরী,চান্দগাঁও ব্রাঞ্চ ম্যানেজার অরুন্ধতী হোসেন,মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ আলম ববি,বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বাবুল,সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কধুরখীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ঈসা,পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম,সমাজ সেবক মোঃ পারভেজ,প্রবাসী আবদুল মোতালেব, সাংবাদিক এম এ মন্নান,কাজী আয়শা ফারজানা, সেকান্দর আলম বাবর, সিরাজুল ইসলাম,সিরাজ ভান্ডারী, আলমগীর চৌধুরী রানা,সৈয়দ নজরুল ইসলাম,ইয়াছিন চৌধুরী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল আলম বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইন্টার্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইস্টার্ন ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে।এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান, পরে অতিথিরা ফিতা ও কেক কেটে আধুনিক প্রযুক্তি নির্ভর এ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
আপনার মন্তব্য লিখুন