বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল:
গাউছুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক.) প্রথম ও প্রধান খলিফা, বিলবেরাছতে গাউছুল আযম কুতুবুল আকতার হযরত মাওলানা শাহছুফি শেখ অছিয়র রহমান আল-ফারুকী চরণদ্বীপী (ক.) কেবলার ১৩০তম বেলায়েত ও বেলাদত বার্ষিকী ওরশ আজ ২১ জানুয়ারি ২০২২ ইংরেজি শুক্রবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দিন-রাত ব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে-মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল, কাওয়ালী গান, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য চরণদ্বীপ দরবার শরীফ বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক এম. দিদারুল আলম মানিক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বোয়ালখালীতে হারবাংগিরী শাহ’র ওরশ : চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ হাজত রওয়া, মুসকিল কোশা, অলিকুল শিরমণি, হযরত সোলতান গাউছে জামান, মাওলানা পীর বাবাজান ছৈয়দ গাউছুল আমিনুল হক হারবাংগিরী (ক.) শাহ’র বার্ষিক ওরশ আজ ২১ জানুয়ারি ২০২২ ইংরেজী শুক্রবার চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত দিন-রাত ব্যাপী বিভিন্ন ধমর্ীয় কর্মসূচির মধ্যে রয়েছে মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল, কাওয়ালী গান, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পীরজাদা মাওলানা শাহ্ছুফি ছৈয়দ মোহাম্মদ মিঞা শাহ আল-হারবাংগিরী (ম.জি.আ.) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন