মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. ইমতিয়াজ (২৬) মায়ানমারের আকিয়াব জেলার বুচিডং থানার বরই সিকদার পাড়ার মৃত শমছু আলমের ছেলে। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং শরণার্থী ক্যাম্পে থাকে।
আজ শুক্রবার (২৯শে জানুয়ারি) সকাল পৌণে ১১ টার সময় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী বাজার থেকে তাকে আটক করা বলে জানায় পুলিশ। এ সময় তার পরনের প্যান্টের পকেটে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বোয়ালখালী থানা উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, ফকিরাখালী বাজার এলাকায় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা যুবক ইমতিয়াজকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তার সাথে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার দেহ তল্লাশী করে পরনের প্যান্টের পকেটে ২টি প্যাকেটে ২০০ করে মোট ৪শত গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
তিনি বলেন, গ্রেফতারকৃত ইমতিয়াজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ও বিদেশীয় নাগরিক সম্পর্কিত আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন