মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মো. ফারুক (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার (২৩ শে জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী আফজাল তালুকদার বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় ফারুকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ফারুক একই এলাকার মো. হারুনের ছেলে। সে দিনমজুরের কাজ করতো বলে জানা গেছে। ফারুক তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।
তবে শনিবার সন্ধ্যায় তার স্ত্রী নগরীতে একটি সামাজিক অনুষ্ঠানে চলে যান। এরপর রাত ১১টায় বাড়ী ফিরে দেখতে পান ঘরের দরজা বন্ধ করে সিলিংয়ের সাথে গামছা গলায় প্যাছানো ফারুকের ঝুলন্ত লাশ। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন