মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১০ই ডিসেম্বর বৃহস্পতিবার বোয়ালখালীর উপজেলা নির্বাহী অফিসার বোয়ালখালী ৪ নং শাকপুরা ইউনিয়নের রায়খালী ও শাকপুরা এলাকায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
এ সময় রায়খালী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পরিচালনা করায় নিউ ঢাকা বেকারী এর সালাউদ্দিন,কে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শাকপুরা চৌমুহনী বাজার এলাকার গরীবে নেওয়াজ হোটেল এ অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য প্রস্তুত, পুরাতন তেল বারবার ব্যবহার করা সহ অপরিচ্ছন্নতার কারনে ভোক্তা অধিকার আইন এ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব দেবব্রত সরকার এবং এসআই সালামত উল্লাহর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ এর একটি টিম।
মোবাইল কোর্ট বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন ভেজাল ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এর বিরুদ্ধে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন