সোমবার, ০৫ জুন ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল:
বোয়ালখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মেয়র পদে প্রার্থীর দৌঁড়ে রয়েছেন ৯জন। কারা দলীয় মনোনয়ন পাচ্ছেন, এ নিয়ে এলাকায় চলছে নানান জল্পনাকল্পনা। সোমবার বিকেলে পৌরসভা নিবার্চন নিয়ে তৃনমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারন সম্পাদক মুফিজুর রহমানসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা থেকে মোছলেম উদ্দিন আহমদ এমপি মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষনা করেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, মনছুর আলম পাপ্পী, শফিউল আলম শফি, আওয়ামী লীগনেতা এম,এম ঈছা, পৌর আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল আলম উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ওয়াসিম মুরাদ, যুবলীগনেতা মোঃ সেলিম উদ্দিন।পৌর নির্বাচনের তফসিল ঘোষনা আগ পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কম থাকলেও তফসিল ঘোষনার সাথে সাথে বাড়তে থাকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থী সংখ্যা বাড়লেও সব প্রার্থী কিন্তু সমানভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ভোটের মাঠে। সাংগঠনিক দক্ষতা ও ব্যক্তিগত ইমেজের কারণে হাতে গোনা মাত্র কয়েকজন প্রার্থী ভোটের মাঠে জনপ্রিয়তায় রয়েছেন।এতে দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, ‘দলীয় প্রার্থীর মনোনয়ন কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। দলের ত্যাগী প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে।’মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম জহুর বলেন, ‘গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলেও দলের বিদ্রোহী প্রার্থীর কারণে অল্প ভোটে পরাজিত হয়েছিলাম। ওই সময় দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তৃণমূলের এই নেতা জানান, দলের জন্য অনেক শ্রম রয়েছে আমার। সে বিবেচনা থেকে আওয়ামী লীগ আমাকে আবারো মনোনীত করবেন বলে শতভাগ আশাবাদী।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২১ মে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আ’লীগ নেতা রেজাউল করিম বাবুল ও আ.লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম জহুর প্রতিদ্ধন্ধিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাজি আবুল কালাম আবু মেয়র নির্বাচিত হন।
আপনার মন্তব্য লিখুন