সোমবার, ০৫ জুন ২০২৩, ১১:৫১ অপরাহ্ন
ইরফান নাবিলঃ
বোয়ালখালীতে ‘মুজিববষের্র আহবান যুব কর্মসংস্থান’ এ স্লোগানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদযাপিত হয়েছে। রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।
যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজান্তা ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহেবা আক্তার, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।
পরে বিভিন্ন উপকার ভোগীদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন