মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বোয়ালখালীতে রাতের আঁধারে ১টি সিএনজি ও ১টি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ ২নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ই ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পুড়িয়ে দিয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্থরা। সিএনজি চালিত অটোরিকশার মালিক সুদত্ত বড়ুয়া তপন জানান, আজ শনিবার ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে এ ঘটনা জানতে পারি। গত ৪ বছর আগে ঋণ নিয়ে ২ লাখ টাকায় গাড়িটি (চট্টগ্রাম থ ১১-৯৬২৪) কিনেছিলাম। একই বাড়ির মোটরসাইকেলের মালিক রাজু বড়ুয়া জানান, গত ১০ মাস আগে এপাচি মোটরসাইকেলটি (চট্টমেট্রো ল-১৪-৬৩৯৯) ক্রয় করেছিলাম। কে এমন শত্রুতা করলো বুঝতে পারছি না।
শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান একই সময়ে ২টি গাড়ি পোড়ানো হয়েছে। এটি পরিকল্পিত ঘটনা বলে মনে হচ্ছে।
বোয়ালখালী থানার অফিসার ইর্নচাজ (ওসি) মো. আবদুল করিম জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন