মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে কোভিড-১৯ টিকা কেন্দ্রের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল।
বোয়ালখালীতে প্রথম কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।
ডা. মোহাম্মদ জিল্লুর রহমান জানান, বোয়ালখালীতে প্রাথমিক ভাবে ১৩ হাজার ৩৭০টি ভ্যাকসিন পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রের মাধ্যমে নিবন্ধনকৃতদের এ টিকা প্রদান করা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন