মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল:
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ হাজত রওয়া, মুসকিল কোশা, অলিকুল শিরমণি, হযরত সোলতান গাউছে জামান, মাওলানা পীর বাবাজান ছৈয়দ গাউছুল আমিনুল হক হারবাংগিরী (ক.) শাহ’র বার্ষিক ওরশ আগামী ২১ জানুয়ারি ২০২২ ইংরেজী শুক্রবার চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত দিন-রাত ব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে-মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল, কাওয়ালী গান, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পীরজাদা মাওলানা শাহ্ছুফি ছৈয়দ মোহাম্মদ মিঞা শাহ আল-হারবাংগিরী (ম.জি.আ.) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন