সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীতে গত ৮ই ডিসেম্বর মঙ্গলবার সংঘটিত অগ্নি দূর্গতদের মাঝে নগদ টাকা খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেছেন বোয়ালখালী পৌর সভার মেয়র হাজী আবুল কালাম আবু।
আজ ১০ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানিয় কাউন্সিলর মাহমুদুল হক, নজরুল ইসলাম,পৌর সচিব মোঃ মোশারফ হোসেন,খাদ্য সহকারী মনিরুল ইসলাম,কাজী কামাল, মোঃ কামাল উদ্দিন,ফারজানা আকতার,মোঃ ইলিয়াছ, পৌর যুবদল নেতা গোলাম হোসেন নান্নু,উপজেলা বি এন পি নেতা এস এম আবুল মনছুর,মোঃ মহসিন,আবুল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। এ সময় সমবেত এলাকাবাসির উদ্দেশ্যে মেয়র বলেন-অগ্নি দুর্গতরা এখন মানবেতর জীবনযাপন করে যাচ্ছে এ সময় যে যার সার্মথ্য অনুযায়ী বিপন্ন এ মানুষগুলোর পাশে দাড়াঁনো আমাদের সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য । এতে তাদের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে। পরে মেয়র এখানকার অগ্নিদুর্গত ৭ পরিবারে পরিবার প্রতি নগদ ৫ হাজার টাকা, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন।
আপনার মন্তব্য লিখুন