সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
ইরফান নাবিল:
২৯ জানুয়ারি শুক্রবার দুপুরে বোয়ালখালী পৌরসভার ২ নং ওয়ার্ডে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়ি-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি শফিউল আলম, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, কাউন্সিল আরিফ উদ্দিন জুয়েল, আবু কাউছার, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন প্রমুখ।
এসময় মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, ঘর-বাড়ি চুরি-ডাকাতি হলেও কিছু না কিছু অবশিষ্ট থাকে কিন্তু অগ্নিকান্ডের ঘটনা ঘটলে শেষ সম্বল বলতে আর কিছুই থাকেনা। এই শীতের মাঝে অগ্নিকান্ডের ঘটনা আরো কষ্ঠদায়ক। আমরা নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ালে, ক্ষতিগ্রস্থরা কিছুটা হলেও সান্তনা পাবে, কষ্ট কম পাবে। এই শীতে অনেক শিশু ও বয়স্ক নারী-পুরুষ কষ্টে জীবন যাপন করেন। প্রতিবেশীদের যতটুকু সম্ভব সহায্য-সহযোগিতা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমারা একটু সহানুভূতি হলে অবহেলিত অনেক বৃদ্ধ ও শিশুর মুখে হাঁসি ফুটবে।
তিনি আরো বলেন, অসহায়দের জন্য কিছু করতে পারলে আল্লাহও খুশি হয়। ইসলামের দৃষ্টিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে ইবাদত। তিনি অসহায় ক্ষতিগ্রস্থদের পাশে থাকার জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন