মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন
এস.এম.ইরফান নাবিল
বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান প্রবাসী সাংবাদিক বিটু বড়ুয়া। তিনি জার্মানে সময় টেলিভিশনের এর বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন।গতকাল সোমবার ১৩ নভেম্বর বিকেলে বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর এর সঞ্চালনায় এক সৌজন্য সাক্ষাতকার অনুষ্ঠান প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী নিউজ ডটকম এর সম্পাদক আবুল ফজল বাবুল,বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম.এ মন্নান,শাহীনুর কিবরিয়া মাসুদ,সহ-সভাপতি রাজু দে, সহ-সম্পাদক পূজন সেন,অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন,সদস্য স.ম রবিউল হোসাইন,হোসাইন মাহমুদ,বাবর মুনাফ,আবু নঈম ও শাহাদাত হোসেন জুনায়েদী সহ ঐ সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। ঐ সময় সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে বিটু বড়ুয়া বলেন আমি বোয়ালখালীর সন্তান হিসেবে গর্ববোধ করি। বোয়ালখালীতে অনেক গুণীজন রয়েছেন। জার্মানে বাংলাদেশের যে সুনাম রয়েছে আমরা ঐ সুনাম অক্ষুন্ন রাখার জন্য কাজ করে যাচ্ছি,আমরা জার্মান প্রবাসী বাঙালিরা নিজের জন্মভূমির উন্নয়নে ভূমিকা রাখতে চাই।বাংলাদেশের সাংবাদিকরা দুর্নীতির বিরুদ্ধে ও দেশের উন্নয়নে এক অগ্রণী ভূমিকা পালন করতে পারে তাই সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে সমাজকে এগিয়ে নিতে হবে।
আপনার মন্তব্য লিখুন