সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আজিমুশশান নূরানী মাহফিল ২ নভেম্বর মঙ্গলবার বাদে মাগরিব বোয়ালখালী প্রেস ক্লাব চত্বরে প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদাচ্ছের এর সভাপতিত্বে ও কাজী ইমরান কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মহাফিল শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা মুহামদ হোসাইন, মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাসরিফ এনে ওয়াজ মাহফিল করেন আমুচিয়া শাহ মজিদিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ মাহফিল করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের, বক্তারা ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ নবী হিসেবে মোহাম্মদ মোস্তফা(সাঃ) আল্লাহর প্রেরিত রাসুল এর আগমন সারাবিশ্বে মুসলমানের জন্য এক আনন্দ ও খুশির ব্যাপার,যে শ্রেষ্ঠ নবীর কদর বুঝবে না সে আল্লাহর পাকের কদর ও বুঝতে পারবেনা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান,সাবেক সভাপতি শাহিনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক টিপু সুলতান, কাজী আয়েশা ফারজানা,আল সিরাজ ভান্ডারী,রাজু দে,প্রলয় চৌধুরী মুক্তি,পুজন সেন,স ম রবিউল ইসলাম, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ হোসাইন মাহমুদ, বাবর মোনাফ, ইরফান নাবিল,আবু নাঈম, শাহাদাৎ হোসেন সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ ও বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী, মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন