বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন
সমর প্রতিবেদক:
গত ১৫ মার্চ ২০২৩ আগ্রাবাদস্থ একটি হোটেলে বৃহত্তর চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ ফোরামের সম্মিলন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক হাসান মানিকের সভাপতিত্বে সদস্যসচিব এসএম ইসমাইল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এহসানুল আজিম লিটন, জহিরুল ইসলাম, ওয়াহিদ মুরাদ, নুর মোহাম্মদ, আবু তাহের, নুরুল আবছার, রুহুল আমিন, মোর্শেদ আলী, মোস্তফা কামাল, সাইফুদ্দিন, গোলাম ফারুক ডলার, শওকত আলী, সিরাজুল মনোয়ার প্রমূখ। সম্মিলনে বৃহত্তর চট্টগ্রামের সিএনএফ এজেন্ট মালিকদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ফোরামের বক্তারা বলেন, আগামীতে সকল সদস্যদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার বদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান এবং সংগঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সিএনএফ এজেন্ট মালিকরা একে অপরের প্রতি সৌহাদ্য মনোভাব পোষন করা ও সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধির লক্ষে কাজ করবে। পরে আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
আপনার মন্তব্য লিখুন