মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
অদ্য ২৯ জুলাই রোজ শনিবার বৈকালিক সভায় বিশ্বতানের স্থায়ী সদস্যবৃন্দ ও উপদেষ্টামন্ডলী সহ কার্যকরী কমিটি পরিমার্জন-পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে আগামী প্রজন্মকে উদ্ভুদ্ধকরণের উপর জোর দেওয়া হয়।বক্তব্য রাখেন একাধারে নব বরেণ্য উপদেষ্টা জনাব আরিফ আহমদ(এজিএম,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ),উপদেষ্টা মনিকা ভট্টাচার্য(এমডি,ট্রেডস্কেন এপিয়ারেলস লিমিটেড),উপদেষ্টা জনাব সাইদুর রহমান মিন্টু(হেড অফ এইচ আর,মার্স স্পোর্টসওয়ার লিমিটেড),উপদেষ্টা সাংবাদিক সুজিত কুমার দাস(ডিজিএম, সমকাল),উপদেষ্টা সিনিয়র এডভোকেট শুভাশীষ শর্মা(চট্টগ্রাম জর্জ কোর্ট,সাধারণ সম্পাদক -বাগীশিক,উপদেষ্টা পলাশ কান্তি নাথ রণি(প্রতিষ্ঠাতা-বাগীশিক),উপদেষ্টা এডভোকেট সুচিত্রা লালা মুন্নি(চট্টগ্রাম জর্জ কোর্ট),উপদেষ্টা উৎপল কুমার দে মিঠু (সাধারণ সম্পাদক,গোলপাহাড় কালীবাড়ি),খোকন মালাকার(উপদেষ্টা,মেন্টর ও সংগীত শিল্পী),সচিব উৎপল শীল।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাধারণ সম্পাদক সহ বেশ কিছু শুন্যপদ বন্টন যাতে আবৃত্তি পরিবেশন করেন নব্য অর্থ সম্পাদক সাগর চন্দ্র নাথ(অর্থ সচিব,বিশ্বতান) ও মহিলা বিষয়ক সম্পাদিকা সাংবাদিক জেসমিম জুঁই, সংগীত পরিবেশনায় ছিলেন সাংগঠনিক সম্পাদিকা অপর্ণা শীল চৈতী,উচ্চাংগ সংগীত সম্পাদিকা পৃথুলা বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদিকা সুমি দাশ গুপ্তা,সহ সাংগঠনিক সম্পাদিকা শ্রাবন্তী দাশ,দপ্তর সম্পাদিকা তূর্ণা চক্রবর্তী, বিশেষ চাহিদা সম্পন্ন বিথী রানী সিংহ সহ নাট্য সম্পাদিকা ফ্লোরেন্স মজুমদার।
এছাড়াও সুদূর ওমান থেকে অনলাইনে যুক্ত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বাবু সুমন আচার্য্য, সহ-সভাপতি নিবেদিতা আচার্য্য,এমডি মৌবনী বিশ্বাস,এডভোকেট উৎপল দাশ(চট্টগ্রাম জর্জ কোর্ট) পার্থ প্রতিম ঘোষ(অফিসার,গ্রামীণ ব্যাংক),প্রকাশ নাথ অপু(সংগঠক,বাগীশিক),বাবলু,
শুভদ্বীপ,মুক্তা,বিক্রম,রাকিব,জীবন,জুনায়েদ,মুমু,স্বস্তিকা সহ নানা সদস্য-সদস্যা।
শেষ পর্বে সর্বসাধারণের মাধ্যমে বরণ করে নেওয়া হয় বহুল প্রতীক্ষিত সাধারণ সম্পাদক কনক বিশ্বাসকে। সম্পূর্ণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা। অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন বাবু সুমন আচার্য্য,নিবেদিতা আচার্য্য, কনক বিশ্বাস সহ বিশ্বতানের প্রত্যেক তৃণমূল।
আপনার মন্তব্য লিখুন