মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন
সুজিত কুমার দাস:
বিশ্বতান উদযাপন করলো সদস্যা স্বস্তিকা দাস গুপ্তের জন্মদিন।৯ ই সেপ্টেম্বর, ২৩’ইং বিশ্বতান অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই জন্মদিন পালন করে।আয়োজনের মূল পৃষ্ঠপোষক বাবু সুমন আচার্য্য সুদূর প্রবাস থেকে সমস্ত আয়োজন সম্পাদনা করেন সংগঠন এর সাধারণ সম্পাদক কনক বিশ্বাসের মাধ্যমে এবং সাংগঠনিক সম্পাদিকা অপর্ণা শীল চৈতী যার হাতে আকর্ষণীয় কেকটি প্রস্তুত হয়।
এদিন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা,সহ-সভাপতি নিবেদিতা আচার্য্য,সাধারণ সম্পাদক কনক বিশ্বাস,মেন্টর খোকন মালাকার,মেনেজিং ডিরেক্টর মৌবানী বিশ্বাস,উপদেষ্টা ও দৈনিক সমকাল পত্রিকার ডি জি এম সুজিত কুমার দাস,উপদেষ্টা এডভোকেট সুচিত্রা লালা মুন্নি,অর্থ সম্পাদক সাগর চন্দ্র নাথ,সাংগঠনিক সম্পাদিকা অপর্ণা শীল চৈতী,সহ-সাংগঠনিক ও সহ-আইটি সম্পাদিকা সুমি দাস গুপ্তা,সহ-সাংগঠনিক ও সংযোগ সম্পাদিকা শ্রাবন্তী দাস,আপ্যায়ন সম্পাদিকা মুক্তা,বিক্রম,ফটোগ্রাফার বাবলু,সহ-আপ্যায়ন সম্পাদক শুভদ্বীপ সহ ছোট বড় আরো অনেকেই।
আপনার মন্তব্য লিখুন