মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
ড. অনিমেষ কুমার চক্রবর্তীর গজল গানের মাধ্যমে সুন্দর সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে বিশ্বতান বরণ করে নেয় ড. অনিমেষ কুমার চক্রবর্তী,প্রবীর দত্ত সাজু, পিযুষ তালুকদার,রুপন চক্রবর্তী,দেবব্রত নাথ ও লিটন দাশকে।
গজল সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা,সহ-সভাপতি নিবেদিতা আচার্য্য,প্রবাস থেকে সবাইকে সংযোগ উপদেষ্টাদের সংযোগ প্রধান উপদেষ্টা ও স্হায়ী কমিটির সদস্য সুমন আচার্য্য,মেন্টর খোকন মালাকার,সচিব উৎপল শীল,স্হায়ী কমিটির সদস্য রুবেল চৌধুরী, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক জুয়েল পাল,নতুন সদস্য -সদস্যা,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন
সমকাল পত্রিকার ডি.জি.এম ও বিশ্বতানের উপদেষ্টা সুজিত কুমার দাশ ও উপদেষ্টা এডভোকেট প্রণব মজুমদার।
আপনার মন্তব্য লিখুন