মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
আজ রবিবার ৩ রা সেপ্টেম্বর, ২০২৩ ইং চট্টগ্রাম নগরীর বিশ্বতান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য হিসেবে বরণ করে নেয়া হয়েছে। এডভোকেট প্রণব মজুমদার ও সংগীতশিল্পী রুবেল চৌধুরী।নতুন স্থায়ী কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিশ্বতানের সদস্য সদস্যরা।সেই সাথে একই দিনে বিশ্বতান টিমের সংগীত পরিবেশনের মাধ্যমে আন্তরিক পরিবেশে পালন করা হয় সংগঠনের সহ-সভাপতির পুত্র সৌমেন আচার্য্যের জন্মদিন।প্রবাস থেকে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও উপদেষ্টা বাবু সুমন আচার্য্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ আবদুল হান্নান চৌধুরী, আহ্বায়ক উপদেষ্টা আরিফ আহমদ,এইচ আর ডি হেড জুয়েল পাল।
তারপর আসন্ন আন্তর্জাতিক বিশ্বতান ৪র্থ বর্ষ পূর্তী উৎসবের সর্ব সম্মতিক্রমে আহ্বায়ক উপদেষ্টা আরিফ আহমদ ও মেন্টর খোকন মালাকার দিকনির্দেশনা দেন।
আরো উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা,সহ-সভানেত্রী নিবেদিতা আচার্য্য,এম.ডি মৌবনী বিশ্বাস,উপদেষ্টা ও মেন্টর খোকন মালাকার,সাধারণ সম্পাদক কনক বিশ্বাস,অর্থ সম্পাদক সাগর চন্দ্র নাথ, সাংগঠনিক সম্পাদিকা অপর্ণা শীল চৈতী,সহ সাংগঠনিক সম্পাদিকা শ্রাবন্তী দাস,সহ সাংগঠনিক সম্পাদিকা সুমি দাশ গুপ্তা,দপ্তর সম্পাদিকা তূর্ণা চক্রবর্ত্তী,নাট্যকলা সম্পাদিকা ফ্লোরেন্স মজুমদার,বিক্রম,আকাশ বড়ুয়া,শুভদ্বীপ,দ্বীপান্বীতা,জুনায়েদ, আনিকা,জীবন,মুক্তা,ওম সাহা ও অয়নজন মালাকার সহ নানা নতুন সদস্য ও সদস্যা।
আপনার মন্তব্য লিখুন