শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন
সৈয়দ শাহাবুদ্দিন শামিম:
রাশিয়ার সোচি শহরে আগামী ১২ জুলাই সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬-০০ টা হতে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা ২০২১ ও ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবা ২০২১ এর খেলা। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবায় অংশগ্রহণ করবেন। ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা ২০২১ এর প্রথম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ প্যারাগুয়ের গ্র্যান্ড মাস্টার ডেলগাডোে রমিরেজ নেয়ুরিজের (রেটিং-২৬২২) ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৯) ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোওয়ার (রেটিং-২৬১৪) সাথে খেলবেন। অপর দিকে ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবা ২০২১ এর প্রথম রাউন্ডে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-২০১১) আমেরিকার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার ইয়েপ ক্যারিসসার (রেটিং-২৪৩০) সাথে খেলবেন। প্রথম রাউন্ডে প্রত্যেকে দু’টি খেলায় অংশ নেবেন, একটি সাদা ঘুঁটি নিয়ে এবং একটি কালো ঘুঁটি নিয়ে। প্রথম রাউন্ডের ফলাফল সমান হলে র্যাপিড ও বিট্জ দাবার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের বিজয়ী নির্ধারিত হবে। ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা ২০২১ কাপ দাবায় ২০৬ জন এবং ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবা ২০২১ এ ১০৩ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান জোন ৩.২ চ্যাম্পিয়ন হিসেবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন জোন-৩.২ মহিলা চ্যাম্পিয়ন হিসেবে ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবায় অংশ নিচ্ছেন। বাংলাদেশ আনসার ও ভিডিপি এর পরিচালক ক্রীড়া ও সংস্কৃতি এবং আনসার দাবার কর্মকর্তা মোহাম্মদ সিরাজুর রহমান ভূঁইয়াও খেলোয়াড়দের সাথে গেছেন। বাংলাদেশের খেলোয়াড়বৃন্দ ও কর্মকর্তা আজ (বুধবার) ভোরে তুরস্ক এরালাইনস যোগে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। খেলা সরাসরি বিশ্ব কাপ দাবার ওয়ের সাইট https://worldcup.fide.com এ দেখা যাবে। দু’বছর অন্তর অনুষ্ঠিত বিশ্ব কাপ দাবা নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য লিখুন