মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:০৪ অপরাহ্ন
ইরফান নাবিল:
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, বিজয়ের গৌরবের গৌরবান্বিত হবার দিন ১৬ ডিসেম্বর। গৌরব, আনন্দ, অহংকার, আত্মমর্যাদা ও আত্মোপলব্ধির দিন মহান বিজয় দিবস। বাঙালির বিজয়ের সাথে উচ্ছারিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। যিনি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদের একটি স্বাধীন-সার্বভৌমত্ব রাষ্ট্র উপহার দিয়েছেন। বিজয়ের শপথ হোক সুখী, সমৃদ্ধ, জঙ্গীবাদমুক্ত সোনার বাংলা গঠন। গতকাল ১৬ ডিসেম্বর ২০২০ (বুধবার) সংগঠনের আন্দকিল্লাস্থ কার্যালয়ে সকাল ১০টায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শত্র“রা শুধু ইতিহাসকে বিকৃত করেনি, ঘাতকরা ইতিহাসকে ধামাচাপা দিয়ে রাখে। যাতে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ করতে না পারে। শেখ হাসিনার নেতৃত্বে আজ নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পেরেছে।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি এম এ সাঈদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, আলহাজ্ব আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার,বন বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান নাছির আহমদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মোস্তাক আহমদ আঙ্গুর, যুবলীগ নেতা আবদুল হান্নান লিটন প্রমুখ।
সভার পূর্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
আপনার মন্তব্য লিখুন