বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
নব—গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ কমিটির প্রথম কার্যকরী সভা গতকাল ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টায় আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে সংগঠনের সভাপতি মোঃ মনিরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাাদক সুরেশ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনকে আরো গতিশীল করে আগামী দিনে বিএনপি—জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থেকে সকল অপতৎপরতা রুখে দেয়ার অঙ্গিকার ব্যক্ত করা হয়। সর্বসম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহ—সভাপতি কার্তিক শীল, হাজী নাসির আহমদ, মোঃ গোলাম মোস্তফা, লায়ন সুজিত কুমার দাশ, মোহাম্মদ নাসির উদ্দিন, আশীষ চন্দ্র দে, মোঃ ছাদেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাাদক, সঞ্জয় সরকার, হাবিবুর রহমান হাবিব, হাসান মাহবুব, অর্থ সম্পাাদক তমিত রায়, প্রচার ও প্রকাশনা সম্পাাদক, মাহমুদুল ইসলাম, দপ্তর সম্পাাদক হানিফুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাাদক, খোকন দাশগুপ্ত, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাাদক, রতন দাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাাদক, সুজন সেন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাাদক, ইকরামুল কবির জাবেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাাদক, মুহাম্মদ ইউছুপ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাাদক মোঃ এরাশাদুল হক, আইন বিষয়ক সম্পাাদক এড. সাইফুদ্দিন, মৎস্য ও প্রাণী সম্পাাদক বিষয়ক সম্পাাদক অক্ষয় দাশ, মহিলা বিষয়ক সম্পাাদক ফারজানা হক মিতু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাাদক, অচিন্ত্য কুমার দাশ, সাংগঠনিক সম্পাাদক জাহাঙ্গীর আলম, শাহেদ এমরান জয়, মোকতেয়ার আহমদ মিন্টু, উপ—দপ্তর বিষয়ক সম্পাাদক, মনোরঞ্জন দাশ, উপ—আইন বিষয়ক সম্পাাদক মোঃ ইউসুফ বিন সাহাব, উপ—যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাাদক প্রকাশ শীল, সদস্য রাজুক বড়ুয়া, জয় রাজ শীল, মোঃ সাইফুদ্দিন, মো: আলী আকবর, রবি দাশ, আবুল হাসান, দেবাশীষ রায়, মাঈন উদ্দিন, আব্দুল মান্নান রিমন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন