মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন
এস.এম.ইরফান নাবিল:
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেখ মুজিব রোডস্থ ভান্ডার মার্কেট কার্যালয়ে ১৫ আগষ্ট মঙ্গলবার বিকেল ৫টায় সংগঠনের সভাপতি সৈয়দ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সাধারণ সম্পাদক আবু তাহের’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, শিল্পী কল্যাণী ঘোষ, সনজিত আচার্য্য, ইমরুল হাসান, সুমন সেন, আবছার উদ্দিন অলি, গীতা আচার্য্য, শামীমা আক্তার নুসরাত, শিলা চৌধুরী, রোজি চৌধুরী, ইলিয়াস রিপন, সমীরন পাল, সোমা মুৎসুদ্দী, হাসনা জান্নাত মিকাত, আলহাজ্ব কবির মোহাম্মদ, সুপ্রিয়া মজুমদার লাকী। এর আগে সকালে সংগঠনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তার বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। লাল-সবুজের পতাকা আজ বঙ্গবন্ধুর জন্যই বিশ্বব্যাপী পরিচিত। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
আপনার মন্তব্য লিখুন