মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন
সুজিত কুমার দাশ:
বিশ্বতানের উপদেষ্টা জনাব মো:সাইদুর রহমান মিন্টু ‘র জন্মদিন উপলক্ষে ৪ঠা আগস্ট ছোট পরিসরে সান্ধ্য-প্রস্তুতিতে অংশ নিল বিশ্বতান পরিবার।
বিশ্বতান টিমের সংগীত পরিবেশনের মাধ্যমে আন্তরিক পরিবেশে এই জন্মদিন পালন করা হয়। তারপর আসন্ন বিশ্বতান ৪র্থ বর্ষ পূর্তী উৎসবের সর্ব সম্মতিক্রমে আহ্বায়ক ঘোষণা করা হয় উপদেষ্টা আরিফ আহমদকে। যেখানে HR ডিপার্টমেন্টের প্রধান ও নৃত্য ডিপার্টমেন্টের সহ-সম্পাদিকা পদের দায়িত্ব তুলে দেওয়ার মাধ্যমে বরণ করে নেওয়া হয় যথাক্রমে জুয়েল পাল ও রৌমিতা ভৌমিককে।
অনলাইনের মাধ্যমে বিশ্বতানের স্থায়ী কমিটির সদস্যের জন্মদিন পালনে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার ডি.জি.এম সুজিত কুমার দাশ।
আরো উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা,সহ-সভানেত্রী নিবেদিতা আচার্য্য,এম.ডি মৌবনী বিশ্বাস,উপদেষ্টা ও মেন্টর খোকন মালাকার,সাধারণ সম্পাদক কনক বিশ্বাস,অনলাইনে প্রবাস থেকে যুক্ত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বাবু সুমন আচার্য্য,সাংগঠনিক সম্পাদিকা অপর্ণা শীল চৈতী,সহ সাংগঠনিক সম্পাদিকা শ্রাবন্তী দাস,দপ্তর সম্পাদিকা তূর্ণা চক্রবর্ত্তী,সুমি দাশ, শুভদ্বীপ, রাকিব,জীবন ,মুক্তা,ওম সাহা ও অয়নজন মালাকার সহ নানা নতুন সদস্য ও সদস্যা।
আপনার মন্তব্য লিখুন