সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:৪৮ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল:
বহুল প্রত্যাশিত,বাঙালীর অস্তিত্বের প্রতীক স্বপ্নের বহুমুখী ‘পদ্মা সেতু’র উদ্ভোদন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।২৫ শে জুন শনিবার শত বাধা ডিঙিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর শুভ উদ্ভোদন করেন সফল সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এম.পি।
মিছিলের একাংশ
শত বাধা-বিপত্তি পেড়িয়ে,দেশীয়-আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয়েও নিজস্ব অর্থায়নে বাংলাদেশকে সর্ববৃহৎ সেতু উপহার দেওয়ায় শেখ হাসিনার সাহসিকতাকে ধন্যবাদ জানিয়ে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মুন্না ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাসেলের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।জানতে চাইলে সভাপতি মুন্না বলেন-এই সেতু আমাদের অহংকার, গৌরব ও আস্থার প্রতীক।সাধারণ সম্পাদক রাসেল বলেন-নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে বিশ্বের বুকে স্ব-ক্ষমতার জানান দিলো বাংলাদেশ।শুধু কংক্রিট আর ইস্পাতের কাঠামোই নয়,সারা বিশ্বকে অনেক কিছুর জবাব দেয় এই একটি সেতু।
আপনার মন্তব্য লিখুন