শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:০০ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭

পটিয়ায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের বউকে নির্যাতন,লুটের অভিযোগ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মো: এয়াকুব, কর্ণফুলী (চট্টগ্রাম):
চট্গ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের সহদর ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি ভিটি বাড়ী সংক্রান্ত বিষয়ের জের ধরে বড় ভাইয়ের বউকে শ্লীলতা হানিসহ নির্যাতন করে ঘর লুটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয় থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে গড়ি মসি করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নুরুল আজিম আজু। পরবতর্ীতে মোহাম্মদ নুর“ল আজিম আজু বাদী হয়ে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে অভিযুক্ত মোহাম্মদ আজিম প্রকাশ মাহাবুব সহ ৫ জনকে আসামি করে একটি সি আর মামলা দায়ের করেন। মামলা নং-৪৮৮/২০২১। মামলাটি পি বি আইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন মাননীয় আদালত। অভিযুক্তরা হল ১। মোহাম্মদ আজিম প্রকাশ মাহাবু (৩৮) ২। মোহাম্মদ জসিম (৪৫) ৩। মোহাম্মদ হাবিবুর রহমান (৩২) ৪। মোছাম্মৎ হামিদা রিমা (৩০) ৫। মর্জিনা খাতুন (৪০)। খবর নিয়ে জানা যাই। উপজেলা মালিয়ারা গ্রামের হাজী আবদুল জলিলের নতুন বাড়ী মৃত আহমদ ছাফার দুই পুত্র মোহাম্মদ নুরুল আজিম আজু ও মাহাবুব জসিম হাবীবদের সাথে দীর্ঘদিন ধরে ভোগ দখলীয় পৈত্রিক বশত ভিটি ও বসত ঘর নিয়ে বিরুদ্ধ চলে আসছিল। প্রতিকার ছেয়ে পটিয়া থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে গড়িমসি করেছেন বলে সূত্রে জানা যায়। মামলা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর শনিবার অনুমান ১১ ঘটিকার সময় পটিয়া থানাধীন পূর্ব মালিয়ারাস্থ ভুক্তভোগীর বসত গৃহে ভোগ দখলি বসত ভিটা ও বসত ঘর নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিষয়টি গণ্য মান্য ব্যক্তিরা একাধিক বার বিচারের মুখোমুখি হইলেও কোনফল হয়নি। এরই ধারাবাহিকতা পূর্ব পরিকল্পিত ভাবে অভিযুক্ত মোঃ আজিম মাহাবুব, মোহাম্মদ জসিম মোহাম্মদ হাবিবুর রহমানসহ তাদের লোকজন মোহাম্মদ নুর“ল আজিমের ঘরে প্রবেশ করে তার স্ত্রী কামরুন নাহারকে অর্তকিত ভাবে শ্লীলতা হানিসহ দেশীয় অস্ত্র লাঠি সোটা, লোহার রড়, দা, দারালো কিরিচসহ অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ঘরের জিনিস পত্র ভাংচুরসহ কুপিয়ে জখম ও প্রাণ নাশের চেষ্টা করে ঘর লুট করে ৮০ হাজার টাকা ক্ষয়ক্ষতি ২ ভরী স্বর্ণলংকার ও নগদ ৫০,০০০/- টাকা নিয়ে যাই। খবর পেয়ে ভোক্তভোগী মোহাম্মদ নুরুল আজিম আজু এসে তার স্ত্রীকে উদ্ধার করে আশংকাজনক হওয়ায় রক্তাক্ত অবস্থায় থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করেন। ভুক্তভোগী নুরুল আজিম আজু বলেন অভিযোগ দিয়ে কারো কাজ থেকে কোন সহযোগীতা পাচ্ছি না। বর্তমানে আমি আমার পরিবার পরিজন নিয়ে বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার স্ত্রী বাপের বাড়ী তার আত্মীয় স্বজনরা থাকে দেখতে আসলে তাদের বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের নিকট। এ বিষয়ে জানতে চাইলে উক্ত মামলার আইনজীবি এডভোকেট ফোরকান উদ্দীন জানান,উক্ত মামলা পি বি আইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য মাননীয় আদালতে আবেদন করা হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন


Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD