শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭

নগর বর্জ্য ব্যবস্থাপনায় সমসাময়িক কৌশল শীর্ষক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিনিধি : সেভ দ্য চিলড্রেন ও ইসলামিক রিলিফের যৌথ উদ্যোগে সিলেট শহরে নগর বর্জ্য ব্যবস্থাপনায় সমসাময়িক কৌশল শীর্ষক একটি মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী এবং সাভার পৌরসভার মাননীয় মেয়র হাজী মোঃ আব্দুল গণি। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট, সাভার, নারায়নগঞ্জ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সচিব, নগর পরিকল্পনাবিদ, ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেভ দ্য চিলড্রেন, ইসলামিক রিলিফ, সিপ, ইপসার কর্মকর্তাবৃন্দ, নগর স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট এলাকাসমূহের তরুণ, নারী ও শিশুসহ স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ। ২৯ মার্চ সিলেটের অভিজাত একটি রেষ্টুরেন্টের হলরুমে সূচনা বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের আরবান রেজিলিয়েন্স ম্যানেজার সায়মন রহমান। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ মোঃ আজিজুল হক দুর্যোগ সহনশীল নগরী বিষয়ক একটি গবেষণালব্ধ ফলাফল নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডঃ তারিক বিন ইউসুফ। সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ধারণাগত আলোচনার চেয়ে স্থানীয়ভাবে বাস্তবায়নযোগ্য কৌশল অবলম্বনের মাধ্যমে শহরগুলোতে কার্যকরী পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করা হলে অধিক সাফল্য অর্জন সম্ভব হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্য্যানার্স এর সাবেক সাধারণ সম্পাদক ডঃ আদিল মাহমুদ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন


Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD