বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন কৃতি সন্তান দৈনিক সমর পত্রিকার সম্পাদক কাজী মো.আব্দুল নাছির এর সহধর্মিণী মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ।
শোক প্রকাশ করেন : চট্টগ্রাম ৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম (রাজা), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহুর,বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দৈনিক চট্টগ্রাম মঞ্চ বোয়ালখালী প্রতিনিধি অধীর বড়ুয়া, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সায়েম কবির, পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক, সভাপতি আবু সাদেক, সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ সেলিম, বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর, পৌরসভার সভাপতি তাজুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক সৈয়দ আরমান, ব্যসসায়ী শফিউল আলম কায়ছার প্রমুখ। উল্লেখ্য – দৈনিক সমর পত্রিকার সম্পাদক কাজী মো.আব্দুল নাছির এর সহধর্মিণী মৃত্যু বরণ করেন ১৩ অক্টোবর রাত ৬টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন।তাঁর নামাজে জানাজা রাত ১১ ঘটিকায় হয় এবং সামাজিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
আপনার মন্তব্য লিখুন