মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, রাজনীতি জনগণের জন্য, দেশের জন্য। রাজনীতিকে সঠিক ধারায় এগিয়ে নিতে পারলে লক্ষ্য অর্জণ সহজ হয়। একাজে কর্মীদের নিঃস্বার্থ অংশগ্রহণ ও সচেতনতা সর্বাগ্রে প্রয়োজন। নেতৃত্ব ও জনগণের মাঝে কর্মীবাহিনী হল সেতুবন্ধন। তাই জনগণের স্বার্থ রক্ষা ও মন জয় করতে কর্মীদের দলীয় সিদ্ধান্তের প্রতি অবিচল না থাকলে দল, নেতা ও কর্মীরা বিতর্কিত হয়। জনগণের আস্থা অর্জণ যেমন কঠিন তা রক্ষা করা আরো কঠিন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনে প্রার্থী বাছাই ও দলের নেতৃত্ব বাছাই করা এতা বড় বিশাল সংগঠনে কঠিন ব্যাপার। দলের স্বার্থে ও দেশের স্বার্থে আমরা নিয়োজিত বিধায় এ সংক্রান্ত কাজে দলীয় সিন্ধন্ত মেনে চলাই হল একজন সত্যিকার কর্মীর কর্তব্য। যে কোন দলের নিয়ম কানুন মেনে দলীয় আনুগত্যের প্রকাশ দেখলে জনগণ সেই দলের প্রতি আরো বেশী আকৃষ্ট হয়। তিনি ৮ মার্চ বিকেল ৪টায় বোয়ালখালী গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বোয়ালখালী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনার আলোকে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজকের এ সভার মাধ্যমে তৃণমূল পর্যায়ে মতের আদান প্রদাণ, পূর্ণমিলন, সম্মান জানানো, পারস্পরিক ভালবাসা বিশ্বাস ও আমাদের আশা-ভরশার প্রতীক শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য তিনি আহবান করা হয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, রাজনীতি একদিনের জন্য নয় আজ দলের নীতি আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শনের সময়। পরিচ্ছন্ন ইমেজ যোগ্যতা না থাকলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকেনা। কেন্দ্রীয় কমান্ডের নির্দেশনার ভিত্তিতে আমাদের চলতে হবে।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যন শামীম আরা বেগম, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান মো: মোকারম, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শামসুল আলম, চেয়ারম্যান শফিউল আজম শেফু, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শফিউল আলম, রেজাউল করিম বাবুল, এম এ ঈসা, শফিকুল আলম, সাইদুর রহমান খোকা, মনসুর আলম বাপ্পী, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুর“ল ইসলাম জহুর, যুগ্ম আহবায়ক শেখ শহিদুল আলম, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, আবুল মোকারম, আবু নঈম ইব্রাহীম, আবদুল্লাহ আল হারুন রিপন, দিদারুল আলম, নুরুল গনি শাহ, রাজীব চক্রবর্ত্তী, মোছলেম উদ্দিন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নুরুল আবছার হিরা, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, বোয়ালখালী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, কাউন্সিলর শাহাজাদা মিজানুর রহমান, ওয়াশিম মুরাদ, মোশাররফ হোসেন, কাউন্সিলর রেহেনা আক্তার পারভীন, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, সাইদুল আলম, ইকবাল হোসেন তালূকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন, সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন