মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল :
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, রেজাউল করিম চৌধুরী এলাকার জলাব্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, শিল্পাঞ্চলকে আধুনিকায়ন, আধুনিক কসাইখানা নির্মাণ, নগরে সুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন সহ সরকারের উন্নয়নের অংশ হিসেবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটে সরকার পরিবর্তন হবে না, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের অংশ হিসেবে চট্টগ্রামবাসীর নাগরিক সব সুবিধা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিয়ে রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত করে কাজ করার সুযোগ দিন। তিনি আরো বলেন, চট্টগ্রামের মানুষ উন্নয়ন চায়, সেই উন্নয়ন দিতে জননেত্রী শেখ হাসিনা সফল হয়েছেন। দেশব্যাপী রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার মত যোগ্য নেতৃত্বের কারনে। নৌকা এদেশের জনগনের সাথে কখনোই বেঈমানী করে নাই। স্বাধীনতা বিরোধী শক্তি ও তাদের পৃষ্ঠপোষকতাদানকারী বিএনপি উন্নয়নে বিশ্বাসী নয় বলে তারা উন্নয়ন চোখে দেখেনা। মিথ্যা বানোয়াট কাল্পনিক কথা বলে জনগনকে শুধু তারা বিভ্রান্তির জালে আটকে রেখে নিজেদের ব্যাক্তিস্বার্থ ও দলীয় স্বার্থ হাসিল করতে চায়। শেখ হাসিনা নিজের ও পরিবারের চাওয়া পাওয়ার উর্দ্ধে উঠে সবোর্চ্চ ত্যাগ ও পরিশ্রম করে দেশের অর্থনীতিকে যেভাবে শক্তিশালী করেছেন, দেশের মানুষ এজন্য তার প্রতি আস্থাশীল ও বিশ্ব নেতৃত্ব শেখ হাসিনার নেতৃত্বকে অভিনন্দিত ও প্রসংশিত করছে। তিনি চট্টগ্রামবাসীর ভাগ্য উন্নয়নে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। তিনি আজ ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় চান্দগাঁও ল্যান্ডমার্ক কমিউনিটি সেন্টারে চট্টগ্রামে বসবাসকারী বোয়ালখালীবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, ইঞ্জি: প্রবীর সেন, জাহেদুল হক, রফিক আহমদ, আহসানুল করিম, রেজাউল করিম বাবুল, শফিকুল আলম, পূর্ব ষোলশহর আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম, মঞ্জুর হোসাইন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, এস এম জসিম উদ্দিন চেয়ারম্যান, মো: মোকারম চেয়ারম্যান, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, নুরুল হুদা, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, সাইদুর রহমান খোকা, আহমদ হোসেন, পারভেজ আলম, আবুল কালাম, হুমায়ুন কবির, মো: হোসেন, এ জে এম খসরু, নজরুল ইসলাম, সাজ্জাদ আলী খান প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন